মো: রমিজ উদ্দিন: ১১-০৬-২০১৬ ইং তারিখের ঘুর্নিঝড়ে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রাম নিবাসী মো: হারুন হাওলাদারের স্ত্রী মোসা: সেলিনা বেগম (৩০) মৃত্যু বরন করেন- ইন্নালিল্লাহি রাজেউন। মৃত্যু ব্যাক্তির পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে কোডেক আমখোলা শাখার ম্যানেজার জনাব মো: আবু জাফর মিয়া তাৎক্ষনিক সাহায্য হিসেবে কোডেকের পক্ষ থেকে ৫০০০/- ( পাচ হাজার) টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো: আমিরুল ইসলামের উপস্থিতিতে তুলে দেন। এবং তিনি আরো জানান যে মৃত্যু সেলিনা বেগম কোডেকের সদস্য ছিলেন , কোডেকে তার ১৫০০০/- (পনের হাজার টাকা) ঋন ছিল। তিনি উক্ত ঋনের টাকাও মওকুপ করে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো: আমিরুল ইসলাম জানান যে, মৃত্যু সেলিনা বেগমের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে সরকারী ভাবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা আর্খিক সাহায্য প্রদান করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস